মঠবাড়িয়ায় পাঁচ ইউপি চেয়ারম্যানসহ এক নারী দলীয় মনোনয়ন পেয়েছেন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১এপ্রিল প্রথম ধাপের ইউপি নির্বাচনে ছয় ইউপিতে বর্তমান পাঁচ চেয়ারম্যানসহ এক নারী আ’লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচনের মনোনয়ন বোর্ডের এক সভায় দলীয় এ মনোনয়ন চুড়ান্ত করেছেন।
শনিবার (১৩ মার্চ) দিনব্যাপী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার ১নং তুষখালী ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহান হাওলাদার, ৩নং মিরুখালী ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুস ছোবাহান শরীফ, ৭নং বেতমোর রাজপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন আকন, ৮ নং আমড়াগাছিয়া ইউপির স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারেফ হোসেনের সহধর্মিনী একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী মোসা: শারমিন জাহান, ৯ নং সাপলেজা ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: মিরাজ মিয়া ও ১০ নং হলতা গুলিসাখালী ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজুল আলম ঝনো দলীয় মনোনয়ন পেয়েছেন।
উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস কেন্দ্রীয় আ’লীগের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments
আরও পড়ুন





