মঠবাড়িয়ায় পরিবারের সদস্যদের অচেতন করে টাকা ও স্বর্ণ চুরির অভিযোগ
স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় একই পরিবারের ৪ জনকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণসহ অন্যান্য মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (২০ অক্টোবর) রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের চিত্রা গ্রামের ব্যবসায়ী মিরাজ হাওলাদারের বসত ঘরে এ চুরির ঘটনা ঘটে। এতে গৃহকর্তা মিরাজ হাওলাদার (৩২), তার স্ত্রী মমতাজ বেগম (২৮), তাদের মেয়ে রিমা আক্তার (১২) ও মিরাজের বৃদ্ধা মা ফিরোজা বেগম (৬৫) কে অচেতন করে এ চুরির ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল সুকৌশলে অচেতন নাশক ঔষধ স্প্রে করলে সবাই অচেতন হয়ে পড়ে। এরপর সংঘবদ্ধ চোরদল ঘরের পেছনের দরজা খুলে নগদ ৩৩ হাজার টাকা, ৪টি মোবাইল সেট, ১ টি বিদেশী টর্চ লাইট ও ১ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আ: হক জানান, ঘটনা শোনা মাত্রই সরেজমিন পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





