মঠবাড়িয়ায় নির্মাণ শিল্পীদের শুভ হালখাতা

মঠবাড়িয়া সংবাদ ডেস্ক: দুবাই বাংলাদেশ সিমেন্ট লিমিটেড ও পরিবেশক খান এন্টার প্রাইজ এর যৌথ উদ্যোগে বুধবার রাতে শহরের দক্ষিণ বন্দরে নির্মাণ শিল্পীদের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাইভ রিংস সিমেন্ট কম্পানির উপ-মহা- ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন হাওলাদার।
শহরের প্রবীন ব্যাবসায়ী আলহাজ্ব আঃ ওহাব খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী বদরুল আলম, কোম্পানির সহ-ব্যবস্থাপক ইদ্রিস হোসাইন, কোম্পনির পরিবেশক জাকির হোসেন খান, ব্যাবসায়ী সোহরাব মাতুব্বর, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমূখ।
শেষে নির্মান শ্রমিকদের লটারীর মাধ্যমে পুরস্কৃত করা হয়।
Comments
আরও পড়ুন





