মঠবাড়িয়ায় নিজের সুপারি গাছ থেকে পড়ে কৃষক বাদলের মৃত্যু
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সুপারি গাছ থেকে পড়ে বাদল কিত্তুর্নীয়া (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬ সন্তানের জনক বাদল কিত্তুর্নীয়া উত্তর মঠবাড়িয়া গ্রামের মৃত সুধান্ন কিত্তুর্নীয়ার ছেলে।
জানাগেছে, রোববার সন্ধ্যায় বাদল নিজ বাগানের সুপারি পারার সময় গাছ ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক খান জানান, রোববার রাতে বরিশাল নেয়ার পথেই বাদল মারা যায়।
Comments
আরও পড়ুন





