মঠবাড়িয়ায় নাশকতা ঘটানোর আশংকায় বিএনপির চার নেতা আটক
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ার থানা পুলিশ গত বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে ও বৃহস্পতিবার দুপুরে পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে নাশকতা ঘটানোর আশংকায় চার বিএনপি নেতাকে আটক করেছে। আটকৃতরা হল, পিরোজপুর জেলা বিএনপির সদস্য শামীম মৃধা (৪৮), পৌর শহরের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ছোট্ট (৪০), পৌর শ্রমিক দলের সদস্য মতিউর রহমান মতি (৪২) ও তুষখালী ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি ও পৌর শহরের ঔষধ ব্যবসায়ী সেলিম মিয়া (৪০)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, বিএনপির একটি সংঘবদ্ধ চক্র সরকারের বিরুদ্ধে নাশকতা ঘটানোর চেষ্টা করছিল। এ খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। তিনি আরও জানান, এঘটনায় থানার সেকেন্ড অফিসার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন





