মঠবাড়িয়ায় নাইমকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে নাইম আকন (১৯) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (২১ মে) রাতে দধিভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহত নাইম আকন বাদী হয়ে ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানাগেছে, গিলাবাদ গ্রামের মজিবুল হক আকনের ছেলে নাইম আকনের সাথে পার্শ্ববর্তী বামনা থানার বড় তালেশ্বর গ্রামের বেল্লালের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে সোমবার রাতে দধিভাঙ্গা বাজারে নাইমকে একা পেয়ে বেল্লাল ও তার দলবল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাইমকে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, এঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
Comments
আরও পড়ুন





