মঠবাড়িয়ায় নকলের সহযোগিতা করায় মাদ্রাসা প্রভাষককে ৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় জেডিসি পরীায় নকলের সহযোগিতা করার অপরাধে গোলামুর রহমান নামের এক প্রভাষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজ। বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে পরীার ১ম দিনে টিকিকাটা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ওই ক পরিদর্শক শিার্থীকে নকল করার সহযোগিতার অপরাধ প্রমানিত হওয়ায় এ জরিমানা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোগলপাতি ফাজিল মাদ্রাসার শিক গোলামুর রহমান ওই কেন্দ্রের পরীা চলাকালে পরীার্থীকে বাহির থেকে নকল এনে দেয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সানাউল মোর্শেদের কাছে ধরা পরে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে অবহিত করলে ওই শিক দোষ স্বীকার করায় ৫ হাজার টাকা জরিমানা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজ জানান, পাবলিক পরীা অপরাধ (সমূহ) ১৯৮০ (৯) ধারায় ওই শিককে এ জরিমানা প্রদান করা হয়।
Comments
আরও পড়ুন





