মঠবাড়িয়ায় দুর্বৃত্তের আগুনে একটি হতদরিদ্র পরিবার সর্বশান্ত

দিলীপ মজুমদার : উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামে গতকাল বুধবার গভীর রাতে হতদরিদ্র ভ্যান চালক মো: ইব্রাহীম (৩৫) এর বসত ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে নগদ ৫ হাজার টাকা, ৩মন চাল, ডাল, কাপড় চোপড় সহ বসত বাড়ী সম্পূর্ণ ভষ্মিভুত হয়। এতে ওই পরিবারের প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খেজুরবাড়ীয়া বেড়ী বাধের বাহিরের বাসিন্দা ও আবদুল মন্নান খানের পুত্র দরিদ্র ভ্যানচালক ইব্রাহীম খান গতকাল বুধবার সকালে পার্শ্ববর্তী আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের শ্বশুর সলেমানের বাড়ীতে দু’সন্তান নিয়ে স্বপরিবারে বেড়াতে যায়। ঘটনার দিন গভীর রাত আনুমানিক ২ টার দিকে তালাবদ্ধ ঘরটিতে দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে আগুন ধরিয়ে দিলে মুহুর্তেই ঘরটি ভষ্মিভুত হয়।
ছলেমানের স্ত্রী নাসিমা জানায়, গত দু’বছর আগে বেসরকারী সংস্থা আশা হতে ১৫ হাজার ও নতুন জীবন হতে ১০ হাজার টাকা ঋণ সহ নিজেদের জমানো টাকা দিয়ে বহু কষ্টে ওই ঘরটি উত্তোলন করা হয়। সেই কষ্টের ঘরটি দুর্বৃৃত্তদের আগুনে পুড়ে যাওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।
স্থানীয় চৌকিদার সমীর রঞ্জন জানান যে, রাতের অন্ধকারে ঘরে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাটি অমানবিক।
ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সরেজমিনে পরিদর্শন শেষে জানান, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিত ভাবে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নিজ উদ্যোগে ঢেউটিন সহ অন্যান্য সাহায্য করার আশ্বাস করা হয়।
মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার এএসআই মো: নাসির উদ্দিন জানান, বিষয়টি আমি মৌখিক ভাবে শুনেছি। লিখিত অভিযোগ না পাওয়ায় কোন আইনগত ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
Comments
আরও পড়ুন





