মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে মিরুখালী ওয়ার্ড আ’লীগ অফিস পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের কাটাখালী বাজারে অবস্থিত ওয়ার্ড আ’লীগ অফিসে মঙ্গলবার (১ জানুয়ারী) গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাপত্রসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘর মালিক ও ইউনিয়ন আলীগের মহিলা সম্পাদিকা এমিলি বেগম। এ ব্যাপারে বড়শৌলা গ্রামের মৃত. নুরুল হক তালুকদারের স্ত্রী এমিলি বেগম বুধবার দুপুরে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
ডায়েরী সূত্রে জানা যায়, মিরুখালী ইউপির ৪, ৫, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের সম্পাদিকা এমিলি বেগম স্থানীয় কাটাখালী বাজারের ভাসুরের জমিতে টিনের দোতলা ঘর উত্তোলন করে দীর্ঘদিন ওয়ার্ড আ.লীগের অফিস হিসেবে ব্যবহার করে আসছিলেন। গত ১ জানুয়ারী দিনগত রাত অনুমান ১১টার সময় কে বা কারা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাব পত্র ও অন্যান্য মালামালসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পোছলেও ততক্ষনে ঘরটি পুরে ছাই হয়ে যায়।
ঘরের মালিক এমিলি বেগম জানান, ২০০২ সাল থেকে তার ঘরটি ওয়ার্ড আওয়ামী লীগ অফিস হিসেবে ব্যবহার করে আসছি। পূর্ব শত্রুতা জের ধরে দূর্বৃত্তরা আগুন দিয়ে আমার দলীয় অফিস ঘরটিতে আগুন দিয়ে ক্ষতিসাধন করে। এর আগেও প্রকাশ্যে কতিপয় ব্যক্তিরা দলীয় অফিসটি ভাংচুর করে।
ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবর রহমান বলেন, গত দশ বছর ধরে ওই অফিসে আমরা দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। অজ্ঞাত ব্যক্তিরা আগুন দিয়ে ঘরটি ভস্মীভূত করায় আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে রাতে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি জিডি করা হয়েছে।
Comments
আরও পড়ুন





