মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাতি ॥ নগদ টাকা, স্বর্ণসহ ৪ লাখ টাকার মালামাল লুট
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দুর্গাপুর গ্রামে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদার ও চাকুরীজীবি হিরুল আমীন হাওলাদারের বাড়িতে গত ১৮ মার্চ রোববার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদল পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানাগেছে, রোববার গভীর রাতে ৮/১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল প্রথমে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারের ঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে রাখে। ওই ঘরে প্রায় দেড় ঘন্টা তান্ডব চালিয়ে সংঘবদ্ধ ডাকাতরা প্রতিবেশি ঢাকায় বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীজীবি হিরুল আমীনের ঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। ওই দুই পরিবারের সদস্যদের জিম্মি করে দুটি পৃথক ঘর হতে নগদ ৩৪ হাজার টাকা, ৬ভরি স্বর্ণ, ৯ভরি রৌপ্য, ল্যাপটপ, মোবাইলসহ চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ জানান, বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





