মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাতি ॥ হামলায় আহত-২
মঠবাড়িয়া সংবাদ ডেস্কঃ উপজেলার টিয়ারখালী গ্রামে শনিবার গভীর রাতে জাহাঙ্গীর হাওলাদারের(৫০) ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতের হামলায় গৃহকর্তা ও তার স্ত্রী হামিদা বেগম (৪৫) আহত হয়। স্থানীয়রা রোবাবর সকালে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে।
আহত সূত্রে জানাযায়, টিয়ারখালী গ্রামের আঃ আজিজ হাওলাদারের পুত্র জাহাঙ্গীর হাওলাদারের বসত শনিবার গভীর রাতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে এলোপাথারি মারধর করে আহত করে।
জাহাঙ্গীর হাওলাদার দাবী করেন ছেলের চাকরির জন্য সংরক্ষিত নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা, স্বর্নালঙ্কার ডাকাতরা আলমিড়ায় ভেঙে লুট করে নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন





