মঠবাড়িয়ায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষণ : থানায় মামলা ॥ দুই লম্পট ধর্ষকসহ গ্রেফতার -৩
স্টাফ রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষনের অভিযোগে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা ওই দুই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সোনাখালী গ্রাম থেকে ফুল মিয়ার পুত্র ধর্ষক ছগির (২০) ও তার স্ত্রীকে এবং অপরদিকে তাফালবাড়িয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক রবিউল (২৫) কে গ্রেফতার করেন।
মামলা সুত্রে যানা যায়, শহরের থানাপাড়ার বাসিন্দা ও মঠবাড়িয়া সরকারি কলেজের কর্মচারির মেয়ে ও স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী গত ২৮ অক্টোবর-২০১৭ বিকেলে পৌর শহরের টিএনটি রোডে প্রাইভেট পড়ার জন্য আসে। এসময় পূর্বে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী ছগির ও তার দলবল ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে। পরে ছগির ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকদফা ধর্ষণ করে।
থানা পুলিশ বুধবার রাতে অপহৃতা স্কুল ছাত্রীকে ছগিরের বাড়ি থেকে উদ্ধার করে। স্কুল ছাত্রীর বাবা মামলা দায়েরের পর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ধর্ষক ছগির ও তার মাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
অপরদিকে উপজেলার তাফালবাড়িয়া গ্রামের গাছ ব্যবসায়ীর মেয়ে ও স্থানীয় নলী তুলাতলা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণী পড়–য়া ছাত্রীকে বাড়ি থেকে মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশি কালাম শিকদারের ছেলে রবিউল জোর পূর্বক তুলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার রবিউলকে পার্শ্ববর্তী কাঠালতলী এলাকা থেকে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, পৃথক দুটি ধর্ষণ ঘটনায় জড়িত দুই ধর্ষককেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
Comments
আরও পড়ুন





