মঠবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ মঙ্গলবার (৮ জুন) রাতে নজরুল সরদার (২৮) ও শামিম তালুকদার (৩০) নামে দুই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নজরুল সরদার উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামের লাল মিয়া সরদারের ছেলে ও শামিম তালুকদার মিরুখালী ইউনিয়নের ঘোপখালী গ্রামের মোনাব্বর তালুকদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই সজল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঘটিচোরা গ্রামে এবং ঘোপখালী গ্রামে পৃথক অভিযান চালিয়ে ডাকাত নজরুল সরদার ও শামিম তালুকদারকে গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃত নজরুল ও শামিম তালুকদার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, চুরি-ডাকাতিরোধে এ অভিযান অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





