মঠবাড়িয়ায় দুই ইট পাজা (ভাটা) মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ দুষণ ও কৃষি জমিতে অবৈধ গড়ে ওঠা দুই ইটের পাঁজা মালিককে ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা করেছে। আজ বুধবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিেেষ্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হাওলাদার এ অর্থদন্ডাদেশ দন। এতে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে ইটের পাঁজা মালিক মো. জালাল হাওলাদারকে ৫০ হাজার ও পশ্চিম মিঠাখালী গ্রামের ফারুক হোসেন দফাদারের ছেলে জাকির হোসেনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
জানাগেছে, বরিশাল র্যাব-৮ এর এএসপি মুকুর চাকমার নেতৃত্বে র্যাবের একটি দল উত্তর ও পশ্চিম মিঠাখালী গ্রামের দুটি ইটের পাঁজায় এ অভিযান চালানো হয়।
Comments
আরও পড়ুন





