মঠবাড়িয়ায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যেগে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসরাফুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রবিবার
সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন।
পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেষে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসরাফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বাদশা, জেলা পরিষদ সদস্য অদ্যক্ষ আজিম উল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শওকাত হোসেন,সাংবাদিক মিজানুর রহমান মিজু, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মশিউর রহমান প্রমূখ।
উল্লেখ্য, তিনদিনের এ ফলদ বৃক্ষ মেলায় প্রদর্শনী স্টল গুলোতে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা প্রদর্শন করা হচ্ছে।
Comments
আরও পড়ুন





