মঠবাড়িয়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব
শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধি ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ডায়রীয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ৩৭ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৯ জন শিশু এবং ৮ জন বৃদ্ধ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, গত ২৪ ঘন্টায় ডায়েরীয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ছয় জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরা হলো উপজেলার বড় মাছুয়া গ্রামের তৌহিদুল (১০মাস), বেতমোর গ্রামের ফারজানা (১), উত্তর মিঠাখালী গ্রামের হামিম (২), আসফিয়া (১১ মাস), ফুল বানু (৬০) ও কচুবাড়িয়া গ্রামের হাসিনা বেগম (৫০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র সিংহ রায় জানান, মৌসুম পরিবর্তন হওয়ায় বাচ্চারা রোটা ভাইরাস এবং অন্যরা দূষিত পানি পান করার কারণে ডায়েরীয়ায় আক্রান্ত হচ্ছে।
Comments
আরও পড়ুন





