মঠবাড়িয়ায় জেএসসি-জেডিসিতে বাল্য বিয়ের কারণে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে
দিলীপ মজুমদার: চলতি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে পিরাজপুরের মঠবাড়িয়ার ৬টি কেন্দ্রে মোট ২০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঐতিহ্যবাহী কে এম লতীফ ইনস্টিটিউশনের কেন্দ্রে ২৭জন, তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ১২ জন, মিরুখালী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১৩জন, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩জন, বাদুরা বেগম ফজিলাতুন্নেসা মুজিব কামিল মাদ্রাসা কেন্দ্র ৬৪জন এবং টিকিকাটা নূরীয়া ফাজিল মাদ্রাসায় ৭৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেননি।
সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাপলেজা কেন্দ্রের কেন্দ্র সচিব এম.এ রাশেদ জানান, মেয়েদের অনুপস্থিতির প্রধান কারণ হল বাল্য বিবাহ।
মঠবাড়িয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ জানান, উপজেলার ২৬৪৬ জন জেএসসি-জেডিসি পরীক্ষার্থীর মধ্যে জেডিসিতে ১৩৮জন ও জেএসসিতে ৬৫জন অনুপস্থিত ছিল। তবে অনুপস্থিতিদের মধ্যে বেশির ভাগই মেয়ে। এদের বিয়ে হয়ে যাওয়া এবং দারিদ্রতার কারনে এই অনুপস্থিতির হার বেড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
Comments
আরও পড়ুন





