মঠবাড়িয়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা শনিবার (২০ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ মো. মঞ্জুর রহমান শিকদার।
সোনালী ব্যাংক পিরোজপুর আঞ্চলিক শাখার সহকারি ব্যবস্থাপক মো. শাহ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার উপ-পরিচালক সজীব কুমার দাস, সোনালী ব্যাংক বরিশাল শাখার সহকারী জেনারেল ম্যানেজার আব্দুস সালাম, মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো. কুদ্দুস মিঞা, অগ্রণী ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন, বেসিক ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, কৃষি ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো. আলী হায়দার প্রমূখ। এ কর্মশালায় ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় জালনোট শনাক্তকরণ, করণীয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Comments
আরও পড়ুন





