মঠবাড়িয়ায় জাপান প্রবাসী আবদুল কুদ্দুস মাখনের মা সাফিয়া বেগমের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট : উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের পান্নি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম আলহাজ্ব হাতেম আলী হাওলাদারের স্ত্রী ও জাপানে স্পেস স্যাটেলাইট এ কর্মরত প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস মাখনের মা মোসা: সাফিয়া বেগমের (৭৫) স্মরণে রোববার দুপুরে কোরানখানী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মরহুমের উপজেলার মধ্য ফুলঝুড়ি গ্রামের নিজ বাড়ীতে দিনব্যাপী কোরানখানী, মিলাদ, দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. এ.বি.এম ইদ্রিস, মঠবাড়িয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ তালুকদার, তুষখালী ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শ.ম. নজরুল ইসলাম, ফুলঝুড়ি ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ মোল্লা, পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আব্দুল আজিজ বিশ্বাস, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজু। এছাড়াও দোয়া অনুষ্ঠান ও দুপুরের প্রীতিভোজে এলাকার প্রায় দেড় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. এ.বি.এম ইদ্রিস।
Comments
আরও পড়ুন





