মঠবাড়িয়ায় জাতীয় যুব দিবসে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সনদ বিতরণ

দিলীপ মজুমদার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার সকালে জাতীয় যুব দিবস-২০১৭ পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহা. মনিরুজ্জামান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল রায়, প্রশিক্ষণার্থী মো. মহসিন, মোসা. ফাতিমা বেগম প্রমুখ।
অতিথিরা ধুপতি মহিলা কল্যাণ সমিতিকে ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন। শেষে ৬জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান করা হয়।
Comments
আরও পড়ুন





