মঠবাড়িয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে উদযাপন সভা

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার (৪ এপ্রিল) দুপুরে সপ্তাহব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-১৮ শুরু হয়েছে।
এ উপলক্ষে দুপুরে পৌরশহরের হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক উদযাপন সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রুহুল আমীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বশির আহমেদ, সাবেক প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ। এতে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কৃমি নাশক ট্যাবলেট বিতরণ করা হয়।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. বশির আহমেদ জানান, ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়। এ কর্মসূচীর আওতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গামী সকল ছাত্র-ছাত্রী এবং ৫-১৬ বছর বয়সী সকল শিশুদের কৃমিনাশক ট্যাবলটে খাওয়ানো হয়।
Comments
আরও পড়ুন





