মঠবাড়িয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন হয়েছ্।ে ৬ এপ্রিল শনিবার আব্দুল ওহাব মহিলা আলীম মাদ্রাসার ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী এমপি।
এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাও: মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান, ওই প্রতিষ্ঠানের শিক্ষক মাও: মো. ওমর ফারুক, উপজেলা ষ¦াস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মো. গোলাম মোস্তফা, স্বাস্থ্য পরিদর্শক মো. ইলিয়াস মিয়া, বাবু গৌরঙ্গ শীল, ইপিআই সৈয়দ মো. হানিফ প্রমুখ।
উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৬৩ হাজার ৪শ জন শিক্ষার্থীদের এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
Comments
আরও পড়ুন





