মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে যুবক আহত ॥ গ্রেফতার-৩

মাহবুবুর রহমান আকাশ : জমি সংক্রান্ত বিরোধ ধরে উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বেল্লাল হোসেন (৩৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত বেল্লালকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচীম হাসপাতালে প্রেরণ করেন। বেল্লাল উপজেলার দধিভাংগা গ্রামের সুলতান মোল্লার ছেলে।
এঘটনায় থানায় মামলা দায়েরের পর রাতেই থানা পুলিশ ঘটনার সাথে জড়িত মোসলেম হাওলাদার, রুহুল আমিন হাওলাদার ও খোকনকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে সোপর্দ করে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের শাহ আলমের প্রতিবেশি মোসলেম হাওলাদারে সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হলে বেল্লাল ভগ্নিপতি শাহ আলমকে বাঁচাতে গিয়ে আহত হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, শনিবার রাতে ৫জনকে আসামী করে মামলা দায়েরের পর ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Comments
আরও পড়ুন





