মঠবাড়িয়ায় জননী সাহসিকা সুফিয়া কামালের মৃত্যু বার্ষিকী পালন

মঠবাড়িয়া সংবাদ ডেস্ক: জননী সাহসীকা সুফিয়া কামালের ১৮তম মৃত্যু বার্ষিকতে সোমবার বিকেল মঠবাড়িয়ায় সুফিয়া কামাল ফেলোদের আয়োজনে ও স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের সহায়তা মহিয়সী নারীর প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন মধ্য দিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্টেপস্ মিলনায়তনে ইউপি সদস্য ও সুফিয়া কামাল ফেলো রুবি সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, স্টেপস্ মাঠ সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ, সুফিয়া কামাল ফেলো মনিকা মজুমদার, খাদিজা বেগম মুকুল, নুসরাত জাহান পলি, আরতী রানী প্রমুখ।
Comments
আরও পড়ুন





