মঠবাড়িয়ায় ছোট ভাইকে হত্যা মামলার আসামী বড়ভাই ও তার স্ত্রী গ্রেফতার
স্টাফ রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার দেবীপুর গ্রামের চাঞ্চল্যকর ছোট ভাই কৃষক ইউনুস সিকদার হত্যা মামলার আসামী ও প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী বড় ভাই আনেচ সিকদার (৬৫) ও তার স্ত্রী লাইলী বেগম (৫৮) কে আজ মঙ্গলবার বিকেলে থানা পুলিশ নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। আনেচ সিকদার দেবীপুর গ্রামের মৃত. গোলাম আলী সিকদারের পুত্র।
থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত. গোলাম আলীর কনিষ্ট পুত্র ইউনুস সিকদারের সাথে বড় ভাই আনেচ সিকদারের দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে দুই ভাইয়ের মধ্যে একাধিক মামলাও রয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিগত ৪ঠা সেপ্টেম্বর ২০১৫ সালের আনেচ ও তার পুত্র, জামাই সহ দলবল প্রকাশ্যে ছোট ভাই ইউনুসকে ধরে বেধরক মারধর করে হাত-পা ভেঙ্গে গুড়িয়ে দেয়। তাৎক্ষণিক ইউনুসকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তির পর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে। নিহতের স্ত্রী লিলি বেগম জানান, চিকিৎসার অর্থ যোগার করতে না পারায় গুরুতর আহত অবস্থায় ঢাকায় না নিয়ে বাড়ীতে নিয়ে আসে। পরে ২৪ অক্টোবর ইউনুস নিজ বসত ঘরে চিকিৎসার অভাবে মারা যায়। এছাড়াও নিহতের স্ত্রী লিলি বেগমের দায়ের করা একটি ভুয়া দলিলের প্রতারণা মামলায় আনেচ সিকদার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আনেচের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
Comments
আরও পড়ুন





