মঠবাড়িয়ায় ছিনতাইয়ের অভিযোগে নুসরাত শাহী গ্রেফতার

স্টাফ রিপোর্ট : মঠবাড়িয়ার থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম নিজেই প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুসরাত শাহী (৩৫) কে গ্রেফতার করেছে। গতকাল সোমবার রাতে কে,এম লতীফ সুপার মার্কেট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নুসরাত শাহী মঠবাড়িয়া উপজেলার গয়ালী পাড়ার বাসিন্দা ও নাজমুল আহসান কবীর এর পুত্র।
এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে হাসপাতাল রোড এলাকার আমির হোসেনের পুত্র শামীম হাসান বাদী হয়ে নুসরাত ও অজ্ঞাতনামা ১জনসহ মোট ২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে : গত ৫ নভেম্বর সন্ধ্যায় শামীম হাসান বাসায় ফেরার পথে নুসরাত ও তার সহযোগি মটরসাইকেল থামিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় শামীম বাদী হয়ে সোমবার বিকেলে মামলা দায়ের করলে ওই রাতেই কে,এম লতীফ সুপার মার্কেট থেকে নুসরাত শাহীকে থানা পুলিশ গ্রেফতার করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নুসরাতের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
Comments
আরও পড়ুন





