মঠবাড়িয়ায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল অফিস ভাংচুর ॥ আহত-৪
স্টাফ রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের কর্মীরা ছাত্রদল কার্যালয়ে মঙ্গলবার দুপুরে হামলা ও ভাংচুর করে ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা পুনরায় হামলার ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা না নিয়ে স্থানীয় বিভিন্ন কিনিকে চিকিৎসা নেয় বলে আহতরা দাবী করছে।
আহতরা হলো- উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: নাঈম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোকন মল্লিক, ছাত্রদল নেতা মর্তুজা হোসেন ও আরমান আলী।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কলেজ কমিটি গঠন নিয়ে আলোচনা করছিল। এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা হঠাৎ হামলা চালিয়ে কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর ও ৪ নেতা কর্মীকে পিটিয়ে আহত করে।
এব্যপারে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিজান বলেন, কলেজ ছাত্রদলের কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কের মধ্যে দ্বন্দের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত জানান, ছাত্রদলের কলেজ শাখার ইয়ার কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে নিজেদের মধ্যে মারামারি করে ছাত্রলীগের ওপর দোষ চাপাচ্ছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





