মঠবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় আটক-৭

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপরে হামলায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকু (৫২) ও তার সমর্থক উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো (৪৮)সহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুলিসাখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকু, হলতা গুলিসাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ চারজনকে গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার গুলিসাখালী বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকু নৌকা মার্কার নির্বাচনী জনসভা শেষে মঠবাড়িয়ায় ফিরছিলেন। এসময় ওই বাজারের নিকটবর্তী স্থানে যাওয়া মাত্রই স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের (আনারস প্রতীক) সমর্থকরা পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আ’লীগ সমর্থিত প্রার্থী হোসাইন মোসারেফ সাকু, গুলিসাখালী ইউপির চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ ১৯ জন গুরুতর আহত হন।
অন্য আহতরা হলো- নাইম (২২), রাজু (২৫), মোতালেব তালুকদার (৬০), বাদল সিকদার (৪০), রাজিব (৩৫), জসিম (২২), রোজিনা আক্তার (২৪), নাসির উদ্দিন (২৮), আবির (৩৫), মনির চৌকিদার (৩০), স্বপন ফরাজী (৫০), জাহাঙ্গীর তালুকদার (৫২), জালাল তালুকদার (৪৫), নয়ন মৃধা (২৫), বাবুল (৪০), জোনাইয়েদুর রহমান (৩৮) ও আ: রহমান (৩৯)। আহতদের ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে গুরুতর জখম নৌকা প্রতীকের প্রার্থী হোসাইন মোসারেফ সাকু, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, তাদের কর্মী মোতালেব তালুকদার ও বাবুল মিয়াকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ তার বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী হোসাইন মোসারেফ সাকু, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো ও রফিকুল ইসলাম রিপনের নেতৃত্বে ২৫/৩০ টি মটর সাইকেল নিয়ে গুলিসাখালী বাজারে অবস্থিত আমার (আনারস প্রতীক) নির্বাচনী কার্যালয় ও ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করে এবং স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনকে মারধর করে। এতে স্থানীয় জনতা প্তি হয়ে তাদের ওপর হামলা করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত ৭জনকে আটক করা হয়েছে।
Comments
আরও পড়ুন





