মঠবাড়িয়ায় চাষীদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, প্রথম দিনেই ২শ ভুট্টা চাষীদের মাঝে ২ কেজি বীজ, ২০ কেজি ড্যাপ এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বাকী ৩শ’৬০ কৃষককে রবি মৌসুমের সূর্যমূখী, মুগ ডালের ২ কেজি করে বীজ ও ২০ কেজি ড্যাপ এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
Comments
আরও পড়ুন





