মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর স্ত্রী সীমা হত্যার দায়ে স্বামী কামালের যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া উপজেলার সীমা বেগম নামের স্ত্রীকে হত্যার দায়ে বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে স্বামী কামাল হাওলাদারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কবুতরখালী গ্রামের আব্দুর রহমান ফরাজীর মেয়ে সীমা আক্তারের সঙ্গে ২০০৪ সালে মানিকখালী গ্রামের মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে কামাল হাওলাদারের বিয়ে হয়। বিয়ের পরের বছর ২৪ জানুয়ারী বিকেলে স্বামীর বাড়িতে সীমা আক্তারের গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশীরা দেখতে পায়। খবর পেয়ে সীমার বাবা স্থানীয় থানায় অভিযোগ করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। ময়না তদন্তের প্রতিবেদনে আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে জানা যায়। ঘটনার দিন সকালে কামাল সীমাকে মারধর করে। এ ঘটনায় ২০০৫ সালের ৮জুন সীমার বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় কামাল ও তার মা রওশনারার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ কামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
Comments
আরও পড়ুন





