মঠবাড়িয়ায় ঘুর্ণিঝর ফণি পূর্বপ্রস্তুতি মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপন করল আনছার ভিডিপি সদস্যরা
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝর ফণি মোকাবেলায় পূর্ব প্রস্তুতিতে অগ্রণী ভূমিকা পালন করেছে আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ফণির প্রভাবে উপকুলীয় মঠবাড়িয়ায় ৭ নম্বর মহা বিপদ সংকেত ঘোষণা দেয়। এরপর পিরোজপুর জেলা আনছার ও প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সনজয় কুমার সাহার নির্দেশে ও উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মো: মনিরুল ইসলামের নেতৃত্বে পৌরশহর ও ১১টি ইউনিয়নের ১শ ৮টি ওয়ার্ডে ৭ হাজার ৪শ ১১জন আনছার ভিডিপির সদস্যরা দুর্যোগপূর্ণ এলাকায় পতাকা উত্তোলন, মাইকিং করে সচেতন করেন। পৌরশহর ও অন্যান্য ইউনিয়নের স্বেচ্ছাশ্রমের পাশাপাশি বলেশ্বর নদ তীরবর্তী ছোটমাছুয়া, খেজুরবাড়ীয়া, ভোলমারা, সাংরাইল, কচুবাড়ীয়া, খেতাছিড়াসহ বিভিন্ন এলাকায় ঘুর্ণিঝড় শুরুর আগ মুহুর্তে এলাকাবাসীকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়াসহ সাইকোন শেল্টারে অবস্থানরতদের সেবাশ্রুষ্যা প্রদান করেন।
উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম বলেন, জেলা কমান্ড্যাটের নির্দেশে উপকুলীয় মঠবাড়িয়ার ঘূর্ণিঝড় কবলিত এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ের তাগিদ, শেল্টারে স্থান নেয়া লোকদের সেবাশ্রুষ্যা এবং শৃংখলার সাথে খাবার বিতরনে আমরা সার্বিক সহযোগিতা করেছি।
Comments
আরও পড়ুন





