মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার ॥ পরিবারের হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার সাপলেজা থেকে এলিজা বেগম (৩০) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে। নিহত এলিজা বেগম উপজেলার দক্ষিন সাপলেজা গ্রামের নির্মান শ্রমিক নুর আলম পহল্লান এর স্ত্রী ও পার্শবর্তী হাজীগঞ্জ গ্রামের মজিবর মুন্সির মেয়ে।
নিহতের বাবা মজিবর মুন্সি অভিযোগ করে বলেন, দাম্পত্যকলহের জের ধরে আমার মেয়েকে তার স্বামী প্রায়ই শারীরীক নির্যাতন করত। ঘটনার দিন বিকেলে আমার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন অমানুষিক নির্যাতন করে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচারনা চালায়। খবর পেয়ে আমি মেয়ে বাড়ি ছুটে যাই এবং থানা পুলিশে খবর দেই। আমি মেয়ে গত্যার বিচার চাই।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজাহারুল আমিন (বিপিএম) জানান, এ ব্যপারে মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে যানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
Comments
আরও পড়ুন





