মঠবাড়িয়ায় গৃহবধুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ার থানা পুলিশ রোববার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে কৌতুরী বেগম (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। ওই গৃহবধু উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের মুছা হাওলাদারের স্ত্রী ও দুর্গাপুর গ্রামের মোস্তফা মোল্লার মেয়ে।
পুলিশ ধারণা করেছে পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননী ওই গৃহবধু স্বামীর ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় পরিবারের লোকজন দেখে ফেলে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সংকটজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু বরিশাল যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য সোমবার সকালে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Comments
আরও পড়ুন





