মঠবাড়িয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক॥ মাদক মামলায় আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক জাহাঙ্গীর উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের কুদ্দুস হাওলাদার ও ছগীর পৌরশহরের বহেরাতলার ইসমাইল হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমীন বিপিএম বলেন- গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার এসআই আবু জাফর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Comments
আরও পড়ুন





