মঠবাড়িয়ায় খালে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
শাকিল আহমেদ ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বন্ধুদের সাথে খালে গোসল করতে গিয়ে মোঃ তামিম (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত তামিম পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদার পাড়ের বাসিন্দা রিক্সা চালক মোঃ আমির হোসেনের পুত্র এবং ১৮৭নং পূর্ব মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
তামিমের মামা পান-সিগারেট ব্যবসায়ী আঃ ছত্তার মিয়া জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাসা সংলগ্ন মঠবাড়িয়া-বড়মাছুয়া খালে তামিম তিন বন্ধুর সাথে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় জোয়ারের স্রোতে তামিম ভেসে যায়।
তামিমের বাবা আমির হোসেন জানান, তার ছেলে সাঁতার কাটতে জানেনা। কিন্তু বাসা সংলগ্ন খালের পাড়ে প্রায়ই বন্ধুদের সাথে গোসল করত।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সুমন মিয়া জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে খরস্রোত খালের পানির মধ্য থেকে স্কুল ছাত্র শিশু তামিমকে উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশিষ দেবনাথ জানান, স্কুল ছাত্র শিশুটি পানিতে পড়ার কিছু সময়ের মধ্যেই মারা যায়। তার পরেও পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ইসিজির মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
Comments
আরও পড়ুন




