মঠবাড়িয়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ
স্টাফ রিপোর্টার : কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। শুক্রবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে সমাবেশে সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল মুন্সী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মজিবর রহমান, রিপন মুন্সী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন সুমন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিম মল্লিক প্রমুখ।
Comments
আরও পড়ুন





