মঠবাড়িয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে শিক্ষার্থী ও গৃহবধুর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ ঘন্টার ব্যবধানে গত ১৮ মার্চ রোববার রাতে মনিরা আক্তার (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রী ও মৌসুমী বেগম (২৪) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশ দুটি সোমবার সকালে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
থানাসূত্রে জানাগেছে, উপজেলার বান্ধবপাড়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ও নলী জয়নগর গ্রামের দিনমজুর এমাদুল হক স্বপন গোলদারের মেয়ে মনিরা আক্তার রোববার বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অপরদিকে উপজেলার উত্তর হলতা গ্রামের সৌদি প্রবাসী ইলিয়াস হোসেনের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী মৌসুমী আক্তার চালের পোকা নিধন ট্যাবলেট খেয়ে রোববার রাতে আত্মহত্যা করে।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।
Comments
আরও পড়ুন




