মঠবাড়িয়ায় ক্বিরাতুল কুরআন সম্মেলনের প্রস্তুতি সভা

মঠবাড়িয়া সংবাদ ডেস্ক:: সমাজ সেবা পরিষদের উদ্যোগে আগামী ১৪ নভেম্বর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ক্বিরাতুল কুরআন সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা আ’লীগ সহ-সভাপতি আরিফ উল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, অধ্যক্ষ মো. শাহ আলম আল মারুফ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, প্রধান শিক্ষক রুহুল আমীন, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা আ’লীগ সদস্য রিয়াজুল ইসলাম, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. সিদ্দিকুর রহমান, দক্ষিণ বন্দর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা শাহ জালাল, সংগঠনের সভাপতি হাফেজ মো. নেছার উদ্দিন সাইফী প্রমুখ।
শেষে ক্বিরাতুল কুরআন সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে সভায় মুক্তিযোদ্ধা এমাদুল হক খানকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।
Comments
আরও পড়ুন





