মঠবাড়িয়ায় কৃষকের সেচ পাম্প চুরি: গ্রেফতার-২
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কৃষকের চুরি করে নেয়া একটি সেচ পাম্পসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো পূর্ব সেনের টিকিকাটা গ্রামের সেন্টু মিয়া হাওলাদারের ছেলে হাচান হাওলাদার (২০), ছোট শিংগা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে জাফর হাওলাদার (২৩)। এ ঘটনায় বুধবার (২ এপ্রিল) রাতে ক্ষতিগ্রস্থ কৃষক মনিরুজ্জামান থানায় মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেন।
উল্লেখ্য উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মনিরুজ্জামান মালিকানাধীন চাষকৃত জমি থেকে গত ১৬ এপ্রিল রাতে অজ্ঞাত ব্যক্তিরা সেচযন্ত্রটি চুরি করে নেয়। পুলিশ খবর পেয়ে দুইজনকে চোরাই সেচ পাম্পসহ হাতে নাতে আটক করে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মাজহারুল আমিন বিপিএম দুই চোরকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক চুরি মামলা দায়ের করলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
Comments
আরও পড়ুন





