মঠবাড়িয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিলীপ মজুমদার: মঠবাড়িয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে ৪শ ৮৫ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা। পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবি, কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ। শেষে ওই কৃষকদের মাঝে ভুট্টা, গম, খেসরী ও বিটি বেগুন বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়।
Comments
আরও পড়ুন





