মঠবাড়িয়ায় কৃষকরা ই-কৃষি সেবার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করলেন

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষে ডিজিটাল প্লাটফর্ম কৃষি বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেছেন মঠবাড়িয়ার কৃষকরা। ২৮ ফেব্রুয়ারী বুধবার কৃষি বাতায়ন ও কৃষকবন্ধু ফোন সেবার এ উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি স্থানীয় কৃষকরা প্রত্যক্ষ করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ডিজিটাল ই-কৃষি সেবা বিষয়ে কৃষকদের অবহিত করেন যে, এখন থেকে কৃষকরা মাঠে বসেই ৩৩৩১ নম্বরে ফোন করে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কৃষি বিষয়ে সব রকম পরামর্শ পাবেন। প্রযুক্তি শিার মাধ্যমে কৃষক ও নতুন প্রজন্ম কৃষির নানা তথ্য এখন খুব সহজেই জানতে পারবেন।
উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহজাহান ঘরামী বলেন, এতদিন আমরা কৃষি বিষয়ে সমস্যা হলে আমরা তাৎক্ষণিক সমাধান পেতাম না। ই-কৃষি সেবার মাধ্যমে সময়মত পরামর্শ পেলে আমরাও উপকৃত হবো।
Comments
আরও পড়ুন





