মঠবাড়িয়ায় কৃত্রিম সংকট তৈরী করে বেশী দামে পিয়াজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃত্রিম সংকট তৈরীর জন্য পিয়াজ গুদামজাত করণ ও অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে শহরের দক্ষিণ বন্দর পিয়াজ বাজারে অভিযান চালিয়ে আমিনা ভান্ডারকে ৫ হাজার ও খালেক ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, দেশেও কোথাও পিয়াজ সংকট না থাকলেও একটি সিন্ডিকেটের মাধ্যমে পিয়াজের কৃত্রিম সংকট তৈরী করে প্রতিকেজি ৬০ টাকার পরিবর্তে ক্রেতাদের নিকট ১শ থেকে ১শ ২০ টাকা দরে বিক্রি করছে এবং অসাধু ব্যবসায়ীরা দোকানে অবৈধ ভাবে মজুদ করে রাখছে। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস শহরে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযানে নামেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস জানান, দন্ডিত ব্যবসায়ীরা মোকাম হতে অতিরিক্ত মূল্যে পিয়াজ কেনার কথা বললেও তারা কোন মেমো দেখাতে পারেন নি। ফলে তাদেরকে এ জরিমানা করা হয়। এছাড়া তিনি আরও জানান, পিয়াজ বাজারে অভিযান চালানোর খবর পেয়ে অধিকাংশ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। বেশি দামে পিয়াজ বিক্রি ও মজুদদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





