মঠবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
দিলীপ মজুমদার : মঠবাড়িয়ায় ২০১৬ সালের জেএসসি, জেডিসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা নাগরিক কমিটি। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ইয়াং অফিসার মজিবুল হক খান মজনু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেএম রুহুল আমীন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহম্মদ আব্দুল খালেক, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ জাহান আলী শেখ, এড. মুজিবুর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমীন, নাসির উদ্দিন, আব্দুর রাশেদ, আকরামুল ইমলাম, সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশীদ সাংবাদিক মিজানুর রহমান মিজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, শিক্ষার্থী জান্নাত বিনতে জাহাঙ্গীর, অহিদ আল মুবিন প্রমুখ।
প্রধান অতিথি ইউএনও এসএম ফরিদ উদ্দিন বলেন, যোগ্য নাগরিক হিসেবে গড়তে হলে শিক্ষার বিকল্প নাই। তাই শিক্ষার্থীদের আরও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে দেশে সেবায় মনোনিবেশ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি মজিবুল হক খান মজনু বলেন, স্বাধীনতার স্থাপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা সম্পর্কে শিক্ষার্থীদের বেশি বেশি করে বই পড়ে জ্ঞান অর্জন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
শেষে প্রধান অতিথি ৩শ ৯৬ জন শিক্ষার্থীদের জাতির জনক শেখ মজিবুর রহমানের রচায়িত অসমাপ্ত আত্মজীবনী ও সার্টিফিকেট প্রদান করেন।
Comments
আরও পড়ুন





