মঠবাড়িয়ায় কাজী নিয়োগে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া পৌরসভায় নিকাহ রেজিষ্ট্রার (কাজী) নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই পদে আবেদন প্রার্থী মাদ্রাসা শিক্ষক আঃ হালিম বিধি বর্হিভ্ক্তূ নিয়োগ পরীক্ষা বাতিলের জন্য উপজেলার নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, মঠবাড়িয়া পৌরসভা ২ ও ৩নং ওয়ার্ডে কাজী নিয়োগের জন্য বিগত ২০১৬ সালের ১৩ আগস্ট মঠবাড়িয়া সাব-রেজিষ্টার বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে আঃ হালিমসহ ৬ জন প্রার্থী আবেদন করেন। কিন্তু রহস্যজনক কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার পর নিয়োগের সাক্ষাতকারের জন্য গত ১৯ এপ্রিল-২০১৮ দিন নির্ধারণ করে ১২ এপ্রিল চিঠি ইস্যু করে। ৫ প্রার্থীর চিঠি হাতে হাতে বিলি করলেও অভিযোগকারী আঃ হালিমের চিঠি ডাকযোগে প্রেরণ করা হয়। এছাড়া তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন নিয়োগকারী কর্তৃপক্ষ পরষ্পর যোগসাজশে তাদের পছন্দের লোক নিয়োগ করতে যাচ্ছেন। বিষয়টি ফাঁস হলে ওই নিয়োগ পরীক্ষায় ছয় জন প্রার্থীর চার জনই সাক্ষাতকার বোর্ডে অনুপস্থিত থাকে। অভিযোগে আরো জানাযায়, মোঃ ফরিদুল ইসলামকে নিয়োগ দেয়ার জন্য সাক্ষাতকার বোর্ডে উপস্থিত মোঃ মাসউদুর রহমান পৌরসভার বাসিন্দা না হওয়া সত্বেও বিধি বর্হিভূত ভাবে তিনি নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জি,এম, সরফরাজ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেলে ওই নিয়োগ বাতিল করা হবে।
Comments
আরও পড়ুন





