মঠবাড়িয়ায় কলেজ ছাত্রের ওপর হামলা ॥ লক্ষাধিক টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার: ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ী ফেরার পথে পিরোজপুরের মঠবাড়িয়ায় অনার্স পড়–য়া এক কলেজ ছাত্রের ওপর প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করে ব্যাংক থেকে ওঠানো ওই ছাত্রের সাথে থাকা লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ জুন) দুপুরে উপজেলার মিরুখালী বাজারে। এসময় প্রত্যক্ষদর্শীরা আহত ওই কলেজ ছাত্র রাসেল হাওলাদার (২৫) কে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মিরুখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইউসুফ হাওলাদারের পুত্র ও পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র রাসেল হাওলাদার অগ্রণী ব্যাংক মিরুখালী শাখায় সকালে চাচা নাজমুল ইসলামের চেক (নং- ২০০০০৬২৩০৩৬৫) নিয়ে ১ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ী ফিরছিল। এসময় পূর্বে ওঁৎ পেতে থাকা ওয়াহেদাবাদ গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র আলিম, টিপু সুলতানের পুত্র নাজমুল ও বাবুল ডিলারের পুত্র তালিফসহ ৪/৫ জনের দল গতিরোধ করে। এরপর রাসেলকে ধরে নিয়ে তারা লোহার রড ও হাতুরি দিয়ে এলোপাতারি আঘাত করলে গুরুতর আহত হলে ওই সন্ত্রাসী তার সাথে থাকা ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার বলেন, মিরুখালীতে ছিনতাই ও মারধরের ঘটনা মৌখিক ভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





