মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষন ॥ প্রাইভেট শিক্ষক গ্রফতার
মঠবাড়িয়া সংবাদ ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে আরবী প্রাইভেট শিক্ষক মাওলানা ফরিদ মাহামুদ (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষিতা ওই কলেজ ছাত্রী গত সোমবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলে রাতেই থানা পুলিশ ধর্ষক ফরিদকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করে। ফরিদ উপজেলার বাবুরহাট গ্রামের আব্দুল হকের পুত্র।
মামলা সূত্রে জানাযায়, গত ১৫ আগষ্ট-১৭ থেকে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে কামিল শিক্ষার্থী মাওলানা ফরিদ আরবী পড়ানো শুরু করেন। দীর্ঘদিন পড়ানোর এক পর্যায় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধীকবার ফরিদ ওই ছাত্রীকে ধর্ষন করে। এক পর্যায় প্রাইভেট শিক্ষক ফরিদ ওই ছাত্রীকে খুলনায় নিয়ে ইসলাম শরিয়াত মতে বিয়ে করেন। বিয়ের দুই মাস পরে কলেজ ছাত্রীকে না জানিয়ে ফরিদ পুণরায় আর একটি বিয়ে করেন ও স্ত্রী হিসেবে ওই ছাত্রীকে অস্বীকার করে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমীন বিপিএম জানান, ওই কলেজ ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত ফরিদকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





