মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর মা ও বোনকে পিটিয়ে আহত করেছে বখাটে জসিম (২৩) ও তার বাবা জমাল (৪৮)।
শনিবার (৬ এপ্রিল) সকালে ওই ছাত্রী কলেজে আসার পথে উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। আহত মা ও বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উত্যক্তকারী বখাটে জসিম উপজেলার আন্ধারমানিক গ্রামের মো. জামালের ছেলে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে ওই কলেজ ছাত্রী।
কলেজ ছাত্রীর মা জানায়, মঠবাড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আমার মেয়েকে বখাটে জসিম দীর্ঘদিন ধরে কলেজে যাতায়াতের পথে উত্যক্ত করে। শনিবার সকালে আমার মেয়ে ঘর থেকে কলেজে যাওয়ার জন্য বের হলে বাড়ির সামনের রাস্তায় পথরোধ করে উত্যক্ত করে এবং হাত ধরে টানাহেচড়া করে তার বাড়ির ভিতরে নিয়ে য়ায়। এসময় আমার মেয়ের ডাক-চিৎকার শুনে ছোট মেয়েকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে বখাটে জসিম ও তার বাবা জামাল আমাদের কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে আমি ও আমার মেয়ে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর মা ও বোনকে পিটিয়ে আহত করেছে বখাটে জসিম (২৩) ও তার বাবা জমাল (৪৮)।
শনিবার (৬ এপ্রিল) সকালে ওই ছাত্রী কলেজে আসার পথে উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। আহত মা ও বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উত্যক্তকারী বখাটে জসিম উপজেলার আন্ধারমানিক গ্রামের মো. জামালের ছেলে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে ওই কলেজ ছাত্রী।
কলেজ ছাত্রীর মা জানায়, মঠবাড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আমার মেয়েকে বখাটে জসিম দীর্ঘদিন ধরে কলেজে যাতায়াতের পথে উত্যক্ত করে। শনিবার সকালে আমার মেয়ে ঘর থেকে কলেজে যাওয়ার জন্য বের হলে বাড়ির সামনের রাস্তায় পথরোধ করে উত্যক্ত করে এবং হাত ধরে টানাহেচড়া করে তার বাড়ির ভিতরে নিয়ে য়ায়। এসময় আমার মেয়ের ডাক-চিৎকার শুনে ছোট মেয়েকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে বখাটে জসিম ও তার বাবা জামাল আমাদের কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে আমি ও আমার মেয়ে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
Comments
আরও পড়ুন





