মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে ॥ অপরাধ দমনে পুলিশকে সহায়তার আহ্বান
দিলীপ মজুমদার ঃ ‘জনতা-ই পুলিশ, পুলিশ-ই জনতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে থানা পুলিশের উদ্যোগে পৌর শহরে একটি বর্নাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে শহীদ মিনার পাদদেশে মঠবাড়িয়া থানা অফিসার ইন-চার্জ কেএম তারিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, উপজেলা চেয়ারম্যন আশরাফুর রহমান, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ-উল-হক, পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, প্রেসকাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ছাত্রলীগ নেতা নজরুল সোহেল, আরিফুর রহমান সিফাত, মশিউর রহমান মর্তুজা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই বিকাশ চন্দ্র দে। ওই সভায় স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে সহ অপরাধ দমন করা সম্ভব নয়। তাই বিভিন্ন কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে থানা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
Comments
আরও পড়ুন





