মঠবাড়িয়ায় এ্যসিল্যান্ডের কাছে মুঠো ফোনে চাঁদা দাবী ॥ অপহরণের হুমকি! থানায় জিডি

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসের কাছে মুঠো ফোনে চাঁদা চেয়েছে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি। রোববার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২.২৮ মিনিটের সময় তার ব্যক্তিগত মোবাইল ফোনে ০১৮৩৬১৮৬১৬২ নম্বর থেকে ফোন দিয়ে মোটা অংকের টাকা দাবী করে। চাঁদার টাকা না দিলে তার অফিসের কর্মচারী ও ও তার পরিবারের সদস্যদের অপহরণ করবে বলেও হুমকি দেয়। এর কিছুণ পর একই নম্বর থেকে তার অফিসের নাজির রাসেল মিয়া ও সার্টিফিকেট সহকারী সাইফুল ইসলামের মোবাইল নম্বরে ফোন দিয়েও চাঁদা দাবী করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, দুপুরে তার ব্যক্তিগত মোবাইল ফোনে ০১৮৩৬১৮৬১৬২ নম্বর থেকে মহিউদ্দিন নামে এক ব্যক্তি ফোন দিয়ে নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বরিশাল জোনের সভাপতি দাবী করেন। এসময় মহিউদ্দিন সর্বহারা পার্টির অসুস্থ্য এক নেতার চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা লাগবে বলে জানান এবং তার কাছে মোটা অংকের টাকা দাবী করেন। টাকা না দিলে তার পরিবারের সদস্যদের অপহরণ পূর্বক মুক্তিপণ আদায় করবে বলেও জানায়। রিপন বিশ্বাস আরও জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপকে অবহিত করেছি এবং থানায় সাধারণ ডায়েরী করেছি।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজাহারুল আমিন পিপিএম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





