মঠবাড়িয়ায় এলিফ্যান্ট ব্রান্ডের উদ্যোগে নির্মাণ শ্রমিকের ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দেশের অভিজাত কোম্পানি সেনা কল্যাণ সংস্থার পণ্য এলিফ্যান্ট ব্রান্ড সিমেন্টের উদ্যোগে মজবুত ও টেকসই নির্মাণ বিষয়ে রাজমিস্ত্রীদের এক ওয়ার্কশপ বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়। শহরের কে.এম লতিফ সুপার মার্কেটের ক্যাফে আড্ডা হলরুমে এ ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন- এলিফ্যান্ট ব্রান্ড সিমেন্টের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক মো: শেখ বাবর আলী।
পৌর কাউন্সিলর মো: সওগাতুল আলম ছগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউয়নের সভাপতি যুবলীগ নেতা শাকিল আহমেদ নওরোজ, খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও এলিফ্যান্ট ব্রান্ড সিমেন্টের পরিবেশক মো: জাকির হোসেন খান, নির্মাণ শ্রমিক ফারুক মৃধা প্রমুখ। শেষে র্যাফেল ড্র’র লটারির মাধ্যমে ১৭ জন বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) অংশগ্রহণ করে।
Comments
আরও পড়ুন





